৩০ অক্টোবর, ২০২২ ১৪:২১

নো-বলে নার্ভাস ছিল টাইগাররা: তাসকিন

অনলাইন ডেস্ক

নো-বলে নার্ভাস ছিল টাইগাররা: তাসকিন

তাসকিন আহমেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রিসবেনে আজ জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের জয়টা বাংলাদেশের জন্য মোটেও সহজ ছিল না। শেষ বলে নুরুল হাসানের ভুলে নো বল দিয়ে যে আরেকটু হলে ম্যাচটাই ফসকে যাচ্ছিল হাত থেকে! 

এমন পরিস্থিতিতে স্নায়ুচাপ পেয়ে বসাটা খুব স্বাভাবিক। সেটা হয়েওছিল। জানা গেল ম্যাচ শেষে তাসকিন আহমেদের কথায়। জানালেন, সেই নো বলের পর স্নায়ুচাপেই পড়ে গিয়েছিল দল।

ম্যাচে দারুণ বোলিং করা তাসকিন আহমেদ হয়েছেন ম্যাচ সেরা। জিম্বাবুয়ে দলের ৩ ব্যাটারকে ফিরিয়েছেন এই পেসার। ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করতে যেয়ে তাসকিন জানালেন নিজেদের স্নায়ুচাপের কথা। বললেন, ‘শেষ বলের (নো-বল) পরে আমরা মাঝখানে নার্ভাস ছিলাম। আমি প্রথমবারের মতো এমন কিছু দেখেছি।’ 

এই ম্যাচে তিন উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা বোলারেও পরিণত হয়েছেন তিনি। নিজের এমন পারফর্ম্যান্সের পেছনের রহস্যটাও খোলাসা করলেন তাসকিন। বললেন, ‘শুধু উন্নতি করা এবং নিজের সেরাটা দেওয়ার উপর ফোকাস করছি।’

উইকেটেরও খানিকটা সাহায্য আছে তার এই সাফল্যে। তাসকিনের মতে, ‘দেশে আমরা ধীর উইকেটে খেলি, কিন্তু এখানে আমরা তাড়াতাড়ি মুভমেন্ট পাচ্ছি, যা আমাদের সাহায্য করছে বেশ। আমাদের ফাস্ট বোলিং গ্রুপটা বেশ ভালো। আমরা নিজেরা একে অপরকে সমর্থন করি, সাহায্য করি।’

তাসকিন আরও বললেন, ‘নিজেদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করি। আমরা আমাদের বোলিং কোচ (অ্যালান ডোনাল্ড) এবং অন্য সব সাপোর্ট স্টাফদের কাছ থেকে দারুণ সমর্থন পাই। আমরা ভাল গ্রুপ পেয়েছি এবং আশা করি আরও উন্নতি করব।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর