৩১ অক্টোবর, ২০২২ ১৮:২১

ভারত ইচ্ছা করেই হেরেছে, মনে করেন সেলিম মালিক

অনলাইন ডেস্ক

ভারত ইচ্ছা করেই হেরেছে, মনে করেন সেলিম মালিক

দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হেরে যাওয়ায় সেমি ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ার পথে বাবর আজমের পাকিস্তান। যদিও জিম্বাবুয়ের কাছে হেরে সেই পথ আগেই পরিষ্কার করে রেখেছিল বাবর বাহিনী।

ভারতের এমন হারে বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সেলিম মালিক। তিনি পরিষ্কার করেই বলেছেন, দক্ষিণ আফ্রিকার কাছে ভারত ইচ্ছা করেই হেরেছে।

বাংলাদেশ, ভারত ও জিম্বাবুয়ে কেউই যেন তাদের শেষ দুটি ম্যাচ না জিততে পারে; বাংলাদেশ ও ভারত একটি ম্যাচ জিতলেও যেন রানরেট কম থাকে; এমন সব সমীকরণ পাকিস্তানের সামনে। এ ছাড়া বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে দুটি ম্যাচ বাকি আছে, সেখানেও পাকিস্তানকে জিততে হবে বড় ব্যবধানে। 

পাকিস্তানের উর্দু ভাষার টিভি চ্যানেল ‘২৪ নিউজ এইচডি’কে পাকিস্তানের সাবেক অধিনায়ক মালিক বলেছেন, ‘ভারত কখনো চাইবে না পাকিস্তান এগিয়ে যাক।’ এ সময় অনুষ্ঠানের আরেক অতিথি পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজ তখন সেলিম মালিকের কাছে জানতে চান, ‘আপনি এটাই মনে করেন?’ ফিক্সিংয়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়া সেলিম মালিক মুচকি হেসে সম্মতি জানান।

মার্করাম ৩৫ রানে থাকতে তার সহজ ক্যাচ ফেলে দেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মা মিলারকে রান আউট করার সুযোগও নষ্ট করেন। ভারতের ফিল্ডিংকে ধুয়ে দিয়ে মালিক বলেছেন, ‘ভারত আজ একটু ভালো ফিল্ডিং করলেই ম্যাচটা জিতে যেত। ভারতের বাজে ফিল্ডিংটাই সবচেয়ে খারাপ লেগেছে। এসব তো সহজ ক্যাচ। ভারত-পাকিস্তানের মধ্যে দ্বৈরথ সব সময়ই আছে। শুরুতে ফিল্ডিংয়ে ভারতের অনেক আগ্রহ থাকলেও সেটি মানসম্পন্ন হয়নি। আর আমি মনে করি ভারত পাকিস্তানকে পছন্দ করে না।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর