১ নভেম্বর, ২০২২ ১০:৩৪

তিন খেলোয়াড়ের চোট নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ

অনলাইন ডেস্ক

তিন খেলোয়াড়ের চোট নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ

আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে উদ্বেগ বিরাজ করছে অস্ট্রেলিয়ার ক্যাম্পে। সোমবার ব্রিসবেনে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে ফিরেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু তাদের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় পড়েছেন চোটে।

অধিনায়ক অ্যারন ফিঞ্চ হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পড়েছেন। অলরাউন্ডার টিম ডেভিড ও মার্কাস স্টয়নিস আয়ারল্যান্ডের ইনিংসের সময় তো ফিল্ডিংই করলেন না।

কিন্তু দুশ্চিন্তার বিষয় ফিঞ্চের চোট। ইনজুরির অবস্থা জানতে মঙ্গলবার স্ক্যান করাবেন ৩৫ বছর বয়সী ওপেনার। ম্যাচ শেষে তিনি বলছিলেন, ‘মনে হয় ছোটখাটো হ্যামস্ট্রিং সমস্যা। কাল স্ক্যান করাবো। দুর্ভাগ্যবশত, এমন চোট আগেও হয়েছে। দেখা যাক কী হয়। এই মুহূর্তে খুব বেশি খারাপ লাগছে না কিন্তু রাত বাড়লে হয়তো ব্যথা বাড়তে পারে। তবে আমি খুব আশাবাদী (আফগানিস্তানের বিপক্ষে খেলতে)।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর