১ নভেম্বর, ২০২২ ১৩:১৬

মোসাদ্দেকেই পূর্ণ আস্থা সাকিবের

অনলাইন ডেস্ক

মোসাদ্দেকেই পূর্ণ আস্থা সাকিবের

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ছাড়া প্রতিটিতে বাংলাদেশ চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলেছে। নেদারল্যান্ডস-জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম বোলারের কাজ করেছেন সৌম্য সরকার-মোসাদ্দেক হোসেন। এক বোলার কম থাকায় ভুগতেও দেখা গেছে। তবে আরেকজন বাড়তি বোলারের অভাববোধ করছেন না অধিনায়ক সাকিব আল হাসান। 

বুধবার অ্যাডিলেডে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তাদের ব্যাটিং গভীরতা কতটা শক্তিশালী কারও অজানা নয়। মোসাদ্দেককে মূল বোলার হিসেবেই বিবেচনা করতে চান সাকিব। সঙ্গে এটিও বলে দিয়েছেন, মোসাদ্দেককে অনিয়মিত বোলার ভেবে থাকলে ভুল হবে, ‘দেখুন ঘাটতি থাকলে আমরা ২০ ওভার করতে পারতাম না। মোসাদ্দেক জিম্বাবুয়ের বিপক্ষে এই বছর ৫ উইকেটও পেয়েছে একটা ম্যাচে। ৫ উইকেট পাওয়া টি-টোয়েন্টিতে খুবই দুর্লভ ব্যাপার। তাকে যদি আপনি অনিয়মিত বোলার হিসেবে মনে করেন, আমি বলবো যে সেটা ভুল।’ 

মোসাদ্দেক চলতি বিশ্বকাপে ৩ ম্যাচে ৭ ওভার বোলিং করেছেন। ওভার প্রতি ৯.১৪ রান করে দিয়েছেন তিনি। তাকে সাকিব নিয়মিত বোলার বললেও বিশ্বকাপে একমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে চার ওভারের কোটা পূর্ণ করেন। এছাড়া প্রোটিয়াদের বিপক্ষে ১ ও ডাচদের বিপক্ষে করেন ২ ওভার। সব মিলিয়ে ৩১ টি-টোয়েন্টিতে ৭.২১ ইকোনোমিতে ১৮ উইকেটে নিয়েছেন এই অফস্পিনার। 

সাকিব বলেন, ‘ও (মোসাদ্দেক) হয়তো আরও ভালো বোলিং করতে পারে, ওকে আমরা ওভাবে বিবেচনা করেনি। আপনি যদি ঘরোয়া ক্রিকেট দেখেন ও কিন্তু টি-টোয়েটিতে চার ওভার করে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর