১ নভেম্বর, ২০২২ ২১:৫৮

টি-টোয়েন্টি বিশ্বকাপ কেন নির্মম, জানালেন বাটলার

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ কেন নির্মম, জানালেন বাটলার

ছয় দল থেকে সোজা সেমির লড়াইয়ে ঢুকে যাবে দুই। আর বাদ পড়বে ৪। এই খেলায় বড় বড় দলগুলোকেও ছিটকে পড়তে হয় সুপার টুয়েলভ থেকে। এবারও তেমন সমীকরণের সামনে দাঁড়িয়ে  গ্রুপ ১-এর বাঘা তিন দল ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সাথে শ্রীলঙ্কাও আছে।

৪ ম্যাচ শেষে তিন বড় দলের পয়েন্টই সমান ৫ করে। তবে রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে নিউজিল্যান্ড। দুইয়ে ইংল্যান্ড আর তিনে অস্ট্রেলিয়া। 

আর এই সমীকরণের খেলাকে নিষ্ঠুর মনে হচ্ছে  ইংলিশ অধিনায়ক জস বাটলারের কাছে। তিনি বলেন,  ‘(টি–টোয়েন্টি বিশ্বকাপ) একটা নির্মম টুর্নামেন্ট। দক্ষিণ আফ্রিকা পাঁচটি ম্যাচের চারটি জিতেও (২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে) বাদ পড়েছে।’ 

তাই চাপে আছেন বাটলার। সমীকরণ নিষ্ঠুর হয় নাকি মধুরতায় তাদের নিয়ে যাবে সেমিফাইনালের মঞ্চে তিনি আছেন সেটাই দেখার অপেক্ষায়।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর