৩ নভেম্বর, ২০২২ ১৫:২৮

বাংলাদেশের হার, যে কারণ খুঁজে পেলেন গাভাস্কার

অনলাইন ডেস্ক

বাংলাদেশের হার, যে কারণ খুঁজে পেলেন গাভাস্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপ, সুপার টুয়েলভের ম্যাচ। বৃষ্টি, ফেক ফিল্ডিংসহ নানা নাটকীয়তায় ভারতের কাছে ৫ রানে হেরেছে বাংলাদেশ। লিটন কুমার দাসের দারুণ শুরুর পরও কেনো হারছে বাংলাদেশ এবার সেই প্রশ্নের উত্তর খুঁজছে ক্রিকেট বোদ্ধা ও বিশ্লেষকরা। 

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক সুনীল গাভাস্কার ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের হারের কারণ খোঁজার চেষ্টা করেছেন।

গাভাস্কারের মতে ‘বাংলাদেশ প্রথম ৭ ওভারে ৬৬ রান করে, যেটা ওভার প্রতি ৯ রানেরও বেশি এবং বৃষ্টির পর যখন রান কমিয়ে নতুন টার্গেট সেট করা হয় তখন তারা চাপ নিয়ে ফেলে। যদিও তখনও ওভার প্রতি তত রানই লাগত যত রান তারা শুরুর দিকে নিচ্ছিল।’  

হারের কারণটা আরও পরিষ্কার করেছেন গাভাস্কার। তিনি বলেন ‘দায়িত্ব নিয়ে খেলার চেয়ে তারা প্রতি বলেই মাঠের ছোট্ট দিককে লক্ষ্য করে ছয় হাঁকাতে চাচ্ছিল। এর ফলে ভারতের বোলাররা মাঠের বড়দিকে বল করছিল। যার কারণে ব্যাটাররা ছয় হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যদি প্যানিক না হতো, স্বাভাবিক খেলাটা খেলতো এবং সিঙ্গেল বের করতো তাহলে ওভার প্রতি দশ রান নিতে পারতো যেটা যথেষ্ট ছিল।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর