৩ নভেম্বর, ২০২২ ১৮:১৩

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির আশা জিইয়ে রাখলো পাকিস্তান

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমির আশা জিইয়ে রাখলো পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাটে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়েছে পাকিস্তান। ফলে সেমির আশা জিইয়ে রাখলো দলটি।

দক্ষিণ আফ্রিকাকে ১৮৬ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন মোহাম্মদ হারিস। অভিষেকেই তিনি ১১ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। হারিস-বাবর জুটি ভাঙলে বিপদে পড়ে দলটি।

১০০ রানের আগে ৫ উইকেট হারানো পাকিস্তানের জন্য সম্মানজনক পুঁজি এনে দেন ইফতিখার আহমেদ আর শাদাব খান।

এরপর ১৮৬ রানের টার্গেট নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান করার পর শুরু হয় বৃষ্টি। যে কারণে ম্যাচটি বন্ধ হয়ে যায়।

বৃষ্টির পর ৩০ বলে ৭৩ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। হেনরিক্স ক্লাসেন এবং ট্রিস্টান স্টাবস এই লক্ষ্য তাড়া করতে গিয়ে যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিল বুঝি দক্ষিণ আফ্রিকাই জিতে যাবে। কিন্তু সহসাই ম্যাচের লাগাম টেনে ধরে পাকিস্তান। 

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্যে পৌঁছাতেও বাধা দিতে সক্ষম হয় তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে দক্ষিণ আফ্রিকাকে হারালো পাকিস্তান।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর