৪ নভেম্বর, ২০২২ ১২:১২

টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের হ্যাটট্রিকের রেকর্ড

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের হ্যাটট্রিকের রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জোড়া হ্যাটট্রিকের নজির গড়লেন আইরিশরা। গত বছর নেদারল্যান্ডসের বিপক্ষে কুর্তিস ক্যাম্পফের হ্যাটট্রিক করেছিলেন।

শুক্রবার বিশ্বকাপের সুপার টুয়েলেভের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর তিনটি বলে তিনটি উইকেট নেন জোশ লিটল।

শুক্রবার অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯তম ওভারে লিটল হ্যাটট্রিক করেন। দ্বিতীয় বলে আউট করেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তৃতীয় বলে লিটলের শিকারের তালিকায় যুক্ত হয় জেমস নিশামের নাম। তারপর মিচেল স্যান্টনারকে এলবিডব্লুউ করেন লিটল। সব মিলিয়ে ১৯তম ওভারে তিন রান দিয়ে তিন উইকেট নেন আইরিশ বোলার।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর