৪ নভেম্বর, ২০২২ ১৮:০৬

পাকিস্তানের বিপক্ষে লিটন খেলতে পারবেন?

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে লিটন খেলতে পারবেন?

শুক্রবার জাতীয় দলের অনুশীলনে অ্যাডিলেইডে দেখা যায়নি লিটন কুমার দাসকে। ভারতের বিপক্ষে ম্যাচে রান নিতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলেন এই ব্যাটার। তাতে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।

যদিও দলের পক্ষ থেকে বলা হচ্ছে, লিটনের সমস্যা অতোটা গুরুতর না।

জানা গেছে, লিটন চোটের জায়গায় ব্যথা অনুভব করেছেন। সে জন্যই সতর্কতামূলক ব্যবস্থা তাকে আজ অনুশীলনে না এনে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর সমস্যা গুরুতর কিছু মনে হয়নি।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘এটাকে ঠিক ইনজুরি বলা যাবে না। ও হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা অনুভব করছে। হাঁটাচলায় সমস্যা হচ্ছে না। আশা করি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে।’

তারপরও সবশেষ পর্যবেক্ষণের পরেই জানা যাবে লিটন পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কিনা।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর