৬ নভেম্বর, ২০২২ ০৭:৪৯

সেমিতে উঠতে দক্ষিণ আফ্রিকার দরকার ১৫৯ রান

অনলাইন ডেস্ক

সেমিতে উঠতে দক্ষিণ আফ্রিকার দরকার ১৫৯ রান

টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছে নেদারল্যান্ডস। ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৫৮ রান। ফলে সেমিফাইনালে যেতে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১৫৯ রান।

অ্যাডিলেড ওভালে আজ ব্যাট হাতে ঝড় তোলেন কলিন অ্যাকারম্যান। শেষ মুহূর্তে প্রচুর রান তোলেন তিনি এবং স্কট এডওয়ার্ডস। শেষ ৫ ওভারে রান ওঠে ৪৬। ২৬ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন অ্যাকারম্যান। স্কট এডওয়ার্ডস ৭ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।

এর আগে দুই ওপেনার ম্যাক্স ও’দাউদ এবং স্টিফেন মাইবুর্গ মিলে ৫৮ রানের জুটি গড়ে তোলেন। ৯ম ওভারে গিয়ে এইডেন মারক্রামের বলে রাইলি রুশোর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে মাইবুর্গ ৩০ বলে করেন ৩৭ রান। ৭টি বাউন্ডারির মার মারেন তিনি।

এরপর জুটি গড়েন ম্যাক্স ও’দাউত এবং টম কুপার। ৩৯ রানের জুটি গড়ার পর, দলীয় ৯৭ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। আরেক ওপেনার ম্যাক্স ও’দাউদ হাত খুলছিলেন কেবল। যদিও ৩১ বলে করেছেন ২৯ রান। কিন্তু হাত খোলার মুহূর্তেই কেশভ মাহারাজের বলে রাবাদার হাতে ক্যাচ দিয়ে বিদান নেন তিনি।

টম কুপারও ঝড় তোলেন। ১৯ বলে ২টি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মেরে তিনি করেন ৩৫ রান।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর