৬ নভেম্বর, ২০২২ ০৮:০২

অ্যাডিলেডে কি ভাগ্য খুলবে টাইগারদের?

অনলাইন ডেস্ক

অ্যাডিলেডে কি ভাগ্য খুলবে টাইগারদের?

প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার গাণিতিক একটি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। গ্রুপ-২ থেকে সেমিফাইনাল খেলতে সাকিবদের আজ অ্যাডিলেডে পাকিস্তানকে হারালেই হবে না, সকালে নেদারল্যান্ডসের কাছে হারতে হবে দক্ষিণ আফ্রিকাকে। 

এমন সমীকরণ নিয়ে আজ অ্যাডিলেডে সাকিব, লিটনরা মুখোমুখি হচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের। গ্রুপের আরও একটি খেলা রয়েছে আজ। মেলবোর্নে রোহিত শর্মার ভারতের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সমীকরণের ম্যাচ হলেও বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বিশ্বাস করেন ভারত ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে আজ সাকিবরা ভালো খেলবে, ‘খেলা শুরুর আগে যদি কেউ বলত যে আমরা ভারতের কাছে ৫ রানে হারব, তাহলে যে কেউ হয়তো তা লুফে নিত। আমরা নিজেদের এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলাম যে ভারতকে হারাতে পারতাম। যদিও শেষ পর্যন্ত আমরা পারিনি। তবে এতটা কাছাকাছি যেতে পেরে ছেলেরা অনেক আত্মবিশ্বাস অর্জন করেছে। আজ সেই আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের বিপক্ষে খেলবে।’ 

পাকিস্তানের বিপক্ষে হেভিওয়েট ম্যাচে নামার আগে গতকাল অনুশীলন ছিল না টাইগারদের। ঐচ্ছিক অনুশীলন করেছেন সোহান, ইয়াসির, মেহেদী মিরাজ ও সৌম্য সরকার। 

বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে দুই দলের ম্যাচটি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর