৬ নভেম্বর, ২০২২ ০৮:১৩

‘সেমিফাইনালে যাওয়া আমাদের হাতে নেই’

অনলাইন ডেস্ক

‘সেমিফাইনালে যাওয়া আমাদের হাতে নেই’

বাংলাদেশের বিশ্বকাপ শেষের পথে। ইতোমধ্যে দেশের ইতিহাসে সেরা বিশ্বকাপের তকমা লেগে গেছে। এবার শেষটা রাঙানোর পালা। 

অ্যাডিলেডে রবিবার (৬ নভেম্বর) পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এখানেই লড়াই করে হেরেছিল লাল সবুজের দল। এবার পাকিস্তানকে চমকে দেওয়ার পালা। দলের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রীধরন শ্রীরামতো বলেই দিয়েছেন বাবর আজমের দলকে হারানোর মতো আত্মবিশ্বাস আছে।

সমীকরণ কী বলছে? সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে ভারত। শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই তারা সেমিফাইনালে। ৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। জিতলে তারাও সেমিফাইনাল। বাকি দলগুলো শেষ ম্যাচ জিতলেও আর সুযোগ থাকবে না।

আর যদি তারা হেরে যায় তাহলে লড়াই হবে জমজমাট। পাকিস্তান-বাংলাদেশের মধ্যে যেই জিতবে তাদের সুযোগ চলে আসবে। বাংলাদেশ-পাকিস্তান উভয় দলেরই পয়েন্ট সমান চার করে। জিতলে হবে ৬। তখন আসবে রানরেটের হিসাব।

শ্রীরাম পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস থাকার কথা বললেও জানিয়ে দিয়েছেন সেমিফাইনালে যাওয়া তাদের হাতে নেই, ‘আমরা বিশ্বাস করি পাকিস্তানকে হারাতে পারবো। কিন্তু সেমিফাইনালে যাওয়া আমাদের হাতে নেই।’

‘আমার মনে হয় পাকিস্তান খুব ভালো দল। নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে দুই ম্যাচেই আমাদের সুযোগ ছিল। তারা জানে আমাদের শক্তির জায়গা, আমরাও তাদেরটা জানি। আগামীকাল (আজ) একটা ভালো লড়াই হবে’ -আরও যোগ করেন শ্রীরাম।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর