৬ নভেম্বর, ২০২২ ০৯:০৫

বাংলাদেশের বিরুদ্ধে পুরোপুরি পেশাদার থাকবে পাকিস্তান

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে পুরোপুরি পেশাদার থাকবে পাকিস্তান

শান মাসুদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে আজ রবিবার অ্যাডিলেডে মুখোমুখি হবে পাকিস্তান এবং বাংলাদেশ। দুই দলই তাকিয়ে আছে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচের দিকে। কারণ সাউথ আফ্রিকা হেরে গেলে সেমিফাইনালে চলে যাবে পাকিস্তান বা বাংলাদেশের মধ্যেযে জিতবে তারা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে তাই দুটি পয়েন্ট নিজেদের দখলে আনতে চান পাকিস্তানের ব্যাটার শান মাসুদ।

ম্যাচের আগে শনিবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শান মাসুদ বলেন, আমাদের হাতে যা আছে আমরা সেটির ওপর পুরো মনোযোগ দেব। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ, দুই পয়েন্ট পাওয়ার আছে। আমরা চেষ্টা করবো ম্যাচটি জিতে অন্য দলগুলোর কাজ কঠিন করতে। এই গ্রুপের শেষ বল হওয়া পর্যন্ত আশা থাকবে। দলের অবস্থাও খুব ভালো। আমি মনে করি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভালো সুযোগ আছে।

আগের দুই হারা ম্যাচ থেকেও নিজেদের শিক্ষা নেওয়ার আছে বলে বিশ্বাস মাসুদের। সেরা পারফর্ম করে ম্যাচ বাই ম্যাচ উন্নতির চিন্তা এই টপ অর্ডার ব্যাটারের। তিনি বলেন, দুই ম্যাচ যেভাবে হেরেছি সেটি দলের জন্য খুব ডিমরালাইজিং ছিল। দলের জন্য এটিই শিক্ষা হতে পারে যে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ উন্নতি করে যেতে হবে।

মাসুদ যোগ করেন, বাংলাদেশের বিপক্ষে এ্টাই চেষ্টা থাকবে। আমাদের পারফরম্যান্স যেন আরও উন্নতি ঘটাতে পারি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেসব ভুল করেছি সেগুলো যেন আর না হয় এবং ভালো বিষয়গুলো আরও ভালো করতে পারি। কালকেও পাকিস্তান পুরোপুরি পেশাদার থাকবে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর