শিরোনাম
৭ নভেম্বর, ২০২২ ০৯:০৬

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় নেদারল্যান্ডসের কঠোর পরিশ্রমের পুরস্কার

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় নেদারল্যান্ডসের কঠোর পরিশ্রমের পুরস্কার

ফাইল ছবি

বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় হারানোর কিছুই ছিল না। মন খুলে খেলার পূর্ণ স্বাধীনতা পেয়েছিল নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তা দারুণভাবে কাজে লাগালেন কলিন আকারম্যান। দলকে ঐতিহাসিক জয় এনে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

অ্যাডিলেইডে রবিবার (০৬ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ রানে জিতেছে নেদারল্যান্ডস। আগে ব্যাট করে তাদের সংগ্রহ ছিল ১৫৮ রান। দলকে লড়াই করার মতো পুঁজি এনে দিতে ২৬ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আকারম্যান। পরে ফিল্ডিংয়ে নেমে প্রোটিয়াদেরকে আটকে রাখার পথে ডানহাতি অফস্পিনে ৩ ওভারে মাত্র ১৬ রান দেন ৩১ বছর বয়সী এ ক্রিকেটার। এছাড়া ব্র্যান্ডন গ্লভার ২ ওভারে ৯ রানে ৩ উইকেট পেয়েছেন। তবে ব্যাটে-বলে সমান অবদান রাখায় আকারম্যানের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো এ স্বীকৃতি পেলেন আকারম্যান। সবমিলিয়ে নেদারল্যান্ডসের অষ্টম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টির বিশ্ব মঞ্চে ম্যাচ সেরা নির্বাচিত হলেন তিনি।

ইনিংসের ১৩তম ওভারে ব্যাটিংয়ে নেমে মুখোমুখি তৃতীয় বলে বাউন্ডারি হাঁকালেও শুরুতে সময় নেন আকারম্যান। প্রথম ১৫ বলে ১৪ রান করেন তিনি। পরের ১১ বলে হাত খুলে খেলে করেন আরও ২৭ রান। বিশেষ করে শেষ ওভারে দুই ছক্কা হাঁকিয়ে দলকে দেড়শ পার করান তিনি।

ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করে আকারম্যান জানিয়েছেন, কঠোর পরিশ্রমের পুরস্কার হিসেবে জয়টি তাদের প্রাপ্য ছিল। অসাধারণ অনুভূতি। সত্যিই এ জয় আমাদের প্রাপ্য। ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। আমি ব্যাটিংয়ে নেমে খেলা ধরে রেখেছি। শেষ দিকে বাউন্ডারি পেয়েছি। উইকেট কিছুটা ধীরগতির ছিল, খানিক টার্ন পাওয়া যাচ্ছিল।


বিডি-প্রতিদিন/এ এস টি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর