৮ নভেম্বর, ২০২২ ১০:০১

সেমিফাইনালে আম্পায়ার থাকছেন কারা?

অনলাইন ডেস্ক

সেমিফাইনালে আম্পায়ার থাকছেন কারা?

ফাইল ছবি

আইসিসি টি-২০ বিশ্বকাপে এবার বিতর্ক পিছু ছাড়ছেই না। কখনো ভুল আউট। কখনো ৫ বলে ওভার। কখনো খেলোয়াড়ের অনুরোধে নো বল ডাকা। আম্পায়ারদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক চলছে বিশ্বকাপে। এসবের মাঝেই বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। বুধবার থেকে শুরু হবে সেমিফাইনাল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। বৃহস্পতিবার অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

তার আগে সোমবার সেমিফাইনাল পরিচালনাকারী ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

৯ নভেম্বর প্রথম পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মারাইস এরাসমাস ও রিচার্ড ইলিংওর্থ। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটেলবার্গ। চতুর্থ আম্পায়ার থাকবেন মাইকেল গফ। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ক্রিস ব্রোড।

এদিকে ১০ নভেম্বর ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন কুমার ধর্মসেনা ও পল রাইফেল। থার্ড আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গাফানি। আর চতুর্থ আম্পায়ার থাকবেন রড টাকার। ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন ডেভিড বুন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর