শিরোনাম
৮ নভেম্বর, ২০২২ ২০:০০

রোলার কোস্টারই পছন্দ পাকিস্তানের!

অনলাইন ডেস্ক

রোলার কোস্টারই পছন্দ পাকিস্তানের!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। টেনেটুনে সেমিতে আসা দলটা এবার গর্জন ছাড়তে মরিয়া। 

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানের পরামর্শক ম্যাথু হেইডেন বললেন,‘তার দলের এখন পর্যন্ত বিশ্বকাপ যাত্রায় দারুণ রোমাঞ্চিত তিনি।’ 

হেইডেনের ভাষায় ‘সবশেষ ম্যাচের দিন ডাগ আউটে শাদাব খান খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিল। সে আমাকে বলল, ‘পাকিস্তান ক্রিকেটে স্বাগতম।’ এর মানে হলো, (এখানে) যেকোনো দিন যেকোনো কিছু হতে পারে। সেদিন নেদারল্যান্ডস যখন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল, টুর্নামেন্টে আমাদের জন্য সেটি অনেক বড় মুহূর্ত ছিল।’

এই অস্ট্রেলিয়ানের বিশ্বাস ‘পাকিস্তানে ঘুম থেকে উঠে এই ফল দেখার প্রার্থনা করেছিল অনেক মানুষ। ২৩ কোটি মানুষ ভুল হতে পারে না। ফলে, আমাদের দলের মধ্যেও একটি ইতিবাচক শক্তি অনুভূত হচ্ছিল। আর তাতেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সবাই অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল।’

আর আনপ্রেডিক্টবেল পাকিস্তানকে নিয়ে হেইডেন বললেন ‘অসাধারণ অভিজ্ঞতা। হ্যাঁ, যাত্রাটা রোলার কোস্টারের মতো। তবে আমার মনে হয় না অন্য কোনোভাবে এটা আমি চাইতাম। কারণ, গত বিশ্বকাপে আমরা (সুপার টুয়েলভে) অপরাজিত ছিলাম এবং সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া আমাদের হারিয়ে দেয়। তো পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর