৮ নভেম্বর, ২০২২ ২০:৩১

শ্রীরাম থাকবেন নাকি যাবেন, এখনও জানে না বিসিবি

অনলাইন ডেস্ক

শ্রীরাম থাকবেন নাকি যাবেন, এখনও জানে না বিসিবি

এবার সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে টাইগাররা, অন্তত পরিসংখ্যান সেকথাই বলছে। কেবল পরিসংখ্যান নয় বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এমনকি ব্যাটিং কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও সেই দাবিই করেছেন।

শ্রীধরনের ইম্প্যাক্ট আর ইন্টেন্ট ক্রিকেট বেশ আলোচনার জন্ম দিয়েছে এবারের বিশ্বকাপে। কারও কাছে শ্রীরাম যেমন নেতিবাচক চরিত্র, কেউ আবার বলছেন এই ভারতীয় হাতে বেশ উন্নতিই করেছে টাইগাররা। এমনকি খোদ কাপ্তান সাকিবও চান শ্রীরামের মেয়াদ বাড়ানো হোক।

তবে মেয়াদ শেষ হলেও এখনও শ্রীরামের থাকবেন কি থাকবেন না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলছেন, ‘এখনও দলের সঙ্গে আলাপ আলোচনায় বসা হয়নি তাদের। আর শ্রীরামের বিষয়টি সুরাহা হবে বোর্ড কর্তাদের আলোচনার পর।’

মঙ্গলবার (৮ নভেম্বর) মিরপুরে সাংবাদিকদের নিজাম উদ্দিন বলেন, ‘শ্রীরামের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল। এর পরেরটা হলো পলিসি ম্যাটার। এটা বোর্ডে আলাপ করে সিদ্ধান্ত হবে। সেরকম কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নাই। আমার মনে হয় হ্যাঁ বা না বলার ঠিক সময় না এটা। মাত্র টুর্নামেন্ট শেষ হলো, দল কেবলই ফিরল। হয়ত এটা নিয়ে সিদ্ধান্ত পাব, পেলে জানানো যাবে।’

বিসিবি প্রধান নির্বাহী আরও বলেন, ‘খেলোয়াড়দের মূল্যায়ন বলেন আর যাই বলেন, দল তো কাল রাতেই মাত্র এলো। খেলোয়াড় বা টিম ম্যানেজমেন্ট বলুন কারো সঙ্গে আমাদের ফরমাল বা ইনফরমাল আলাপ হয়নি এখনো। এই ধরণের বিষয়গুলো জানার জন্য আমাদের আলোচনা করতে হবে।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর