৯ নভেম্বর, ২০২২ ০৯:২৭

ইতিহাস সাহস জোগাচ্ছে পাকিস্তানকে

অনলাইন ডেস্ক

ইতিহাস সাহস জোগাচ্ছে পাকিস্তানকে

অংক কিংবা পারফরম্যান্স নয়- পরিসংখ্যান এবং ইতিহাস সাহস জোগাচ্ছে পাকিস্তানকে। দুই দল ওয়ানডে ও টি-২০ মিলিয়ে বিশ্বকাপের যে কোনো আসরের সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছে ৩ বার। পাকিস্তানের সাফল্য শতভাগ। আরেক বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের জয় দুবার। সব মিলিয়ে বৈশ্বিক আসরে ৫ বার খেলেছে সেমিফাইনাল দুই দল। তাতে পাকিস্তানের ৩ জয়ের বিপরীতে নিউজিল্যান্ড ২ বার। 

টি-২০ বিশ্বকাপে এবার দ্বিতীয়বার সেমিফাইনাল খেলবে দুই দল পরস্পরের বিপক্ষে। এর আগে ওয়ানডে বিশ্বকাপে খেলেছে দুইবার এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইবার। 

টি-২০ বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত খেলতে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে আজ প্রথম সেমিফাইনাল খেলবে পাকিস্তান। বাবর আজমের পাকিস্তান যদি হারাতে পারে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে, তাহলে ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ফের ফাইনালে উঠবে এক যুগ পর। দলটি সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০১০ সালে। কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড একবার ফাইনাল খেলেছে, ২০২১ সালে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর