৯ নভেম্বর, ২০২২ ১৮:৩৭

রেকর্ড গড়েই বাবর-রিজওয়ানের পুনরুত্থান: পাঁচ ম্যাচে ৯১, সেমিতেই ১০৫ রান!

অনলাইন ডেস্ক

রেকর্ড গড়েই বাবর-রিজওয়ানের পুনরুত্থান: পাঁচ ম্যাচে ৯১, সেমিতেই ১০৫ রান!

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে ৫ ম্যাচে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান জুটি সবমিলিয়ে করেছিল মাত্র ৯১ রান। যাতে তাদের কট্টর নিন্দুকরাও ভড়কে যাবেন, কী হচ্ছে এই জুটির সাথে।

তবে শেষ পর্যন্ত হয়েছে অপেক্ষার অবসান। বিশ্বকাপের বড় মঞ্চেই স্বরূপে ফিরেছে এই সময়ের সেরা জুটি। ১০৫ রানের পার্টনারশিপ গড়ে তারা নিউজিল্যান্ডকে হারানোর পথটা সহজ করে দিয়েছেন। ফাইনাল নিশ্চিত করতে তাদের দরকারই ছিল তো ছিল ১৫৩।

এই পথে ৪২ বলে ৫৩ রান করেছেন বাবর। আর হাল ধরে থাকা রিজওয়ান যখন ফিরলেন, তখন পাকিস্তানের দরকার ছিল ১৮ বলে ২১ রান। তিনি ৫৭ রান করেছেন।

এই শতরানের জুটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ রেকর্ডও নিজেদের করে নিয়েছেন বাবর-রিজওয়ান। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জুটি হিসেবে তিনটি শতরানের পার্টনারশিপ মালিক এখন কেবলই তারা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও নামিবিয়ার বিপক্ষে শতরানের জুটি গড়েছিলেন বাবর-রিজওয়ান। ভারতের বিপক্ষে তাদের ১৫২ রানের জুটিটি ছিল টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি।


 
বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর