১০ নভেম্বর, ২০২২ ০৮:৫০

শিরোপা লড়াইয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তা বাবরের

অনলাইন ডেস্ক


শিরোপা লড়াইয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তা বাবরের

বাবর আজম।

প্রথম দুই ম্যাচ হেরে যাদের বাদ পড়া মনে হচ্ছিল সময়ের ব্যাপার, সেই পাকিস্তান সবার আগে উঠে গেছে ফাইনালে। টানা চার ম্যাচ জিতে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লিখিয়েছে তারা। ফাইনালে প্রতিপক্ষ যারাই হোক, চাপ জয় করে ভালো খেলার প্রত্যয় জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয় ৭ উইকেটে। বাবর ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া ফিফটিতে সহজেই কিউইদের ১৫২ রান টপকে যায় ২০০৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। এখন তারা ফাইনালের প্রতিপক্ষ জানার অপেক্ষায়।

অ্যাডিলেইডে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও ইংল্যান্ড। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে পাকিস্তান। ফাইনালে কোন দলকে প্রতিপক্ষ হিসেবে চান বাবর। সংবাদ সম্মেলনে বললেন, যেকোনো দলেরই জন্য প্রস্তুত তারা।

ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, বিশ্বকাপ ইতিহাসে ভারতের বিপক্ষে পাকিস্তানের পরিসংখ্যান বেশ নাজুক। ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে সাতবারের দেখায় জয় নেই তাদের। টি-টোয়েন্টি সংস্করণের বিশ্ব আসরে সমান ম্যাচে ভারতকে মাত্র একবার হারাতে পেরেছে তারা। ছয় পরাজয়ের মধ্যে রয়েছে ২০০৭ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচও।

এবারও সম্ভাবনা দেখা দিয়েছে আরেকটি ভারত-পাকিস্তান ফাইনালের। তেমন কিছু হলে সেই ম্যাচের জন্য চাপ জয়ের মন্ত্র কী? তা জানতে চাওয়া হয় বাবরের কাছে। কৌশলী উত্তরে ভারতের প্রসঙ্গ এড়িয়ে সামগ্রিকভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বলেছেন তিনি।

বাবর বলেন, দেখুন, আমরা এখনও জানি না, (ফাইনালে) প্রতিপক্ষ কারা আসবে। যারাই আসুক, আমাদের চেষ্টা থাকবে নিজেদের শতভাগ দেওয়ার। আর ফাইনালে চাপ সবসময়ই থাকে, চেষ্টা থাকবে সেটি জয় করে এগিয়ে যাওয়ার। প্রতিটি ধাপ পার করে একটি দল ফাইনালে আসে। ফাইনালে ওঠার পর যেটা হয়, দলটি ভয়ডরহীন ক্রিকেট খেলে। আমরা শেষ তিন-চার ম্যাচে যেমন ক্রিকেট খেলেছি, সেটিই অব্যাহত রাখার চেষ্টা করব।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর