১১ নভেম্বর, ২০২২ ০৮:৩০

সেমিফাইনালে ছিটকে পড়তেই ভারতকে যেভাবে ‘খোঁচা’ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

সেমিফাইনালে ছিটকে পড়তেই ভারতকে যেভাবে ‘খোঁচা’ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান ও ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পা রাখে বাবর আজমরা। অন্যদিকে, ভারতকে উড়িয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে ভারত হেরে যেতেই ফূর্তিতে মাতলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বৃহস্পতিবার অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত। এরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইট করেন, “তাহলে এই রবিবার ১৫২/০ বনাম ১৭০/০ দলের ফাইনাল হবে।”

সেই টুইটে পাকিস্তান এবং ইংল্যান্ডের জাতীয় পতাকা ব্যবহার করেছেন শেহবাজ শরিফ। সেইসঙ্গে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্যাগ ব্যবহার করেছেন তিনি।

এমন টুইটের পর অনেকেই মনে করছেন মূলত ভারতকে খোঁচা দিতেই এভাবে টুইট করেছেন শেহবাজ শরিফ।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট হেরেছিল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫১ রান তুলেছিল টিম ইন্ডিয়া। ৪৯ বলে ৫৭ রান করেছিলেন ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক বিরাট কোহলি। ৩০ বলে ৩৯ রান করেছিলেন ঋষভ পান্ত। ১৭.৫ ওভারেই সেই রান তাড়া করে জিতে যায় পাকিস্তান। ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন মুহাম্মদ রিজওয়ান। ৫২ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন বাবর আজম। সেটাই পুরুষদের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয় ছিল। পাকিস্তান করেছিল বিনা উইকেটে ১৫২ রান।

সেই হারের পর বৃহস্পতিবার অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হেরে গেছে ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৮ রান করেন রোহিত শর্মারা। ৪০ বলে ৫০ রান করেন বিরাট কোহলি। ৩৩ বলে ৬৩ রান করেন হার্ডিক পান্ডিয়া। ১৬ ওভারেই কোনও উইকেট না হারিয়ে সেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড (১৬ ওভারে বিনা উইকেটে ১৭০ রান)। ৪৯ বলে ৮০ রানে অপরাজিত থাকেন জস বাটলার। ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স হেলস।

ভারতের বিপক্ষে পাকিস্তান ও ইংল্যান্ডের এই ফলাফলকেই সামনে এনে টুইট করেছেন শেহবাজ শরিফ।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর