১২ নভেম্বর, ২০২২ ০৮:৪৪

ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটে কোচ পরিবর্তনের দাবি হরভজনের

অনলাইন ডেস্ক

ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটে কোচ পরিবর্তনের দাবি হরভজনের

হরভজন সিং। ফাইল ছবি

সেমিফাইনালের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ভারত। বিশেষ করে দলটির বোলাররা ছিল নিষ্প্রাণ। ১৬৯ রানের টার্গেট জয় করতে ইংলিশদের কোনো উইকেটও খোয়াতে হয়নি। ৪ ওভার হাতে রেখেই তারা ১৭০ রান তুলেছে।

এই হারের জন্য সমালোচনা কম শুনতে হচ্ছে না ভারতীয় খেলোয়াড়দের। তবে হারের সমালোচনা করে দেশটির সাবেক খেলোয়াড় হরভজন সিং বলছেন, এমন কাউকে টি-টোয়েন্টি দলের কোচ করা হোক, যিনি সদ্য টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।

ভারতের কোচ রাহুল দ্রাবিড়কে শ্রদ্ধা জানিয়েই তিনি বলেন, এমন একজনকে আনা উচিত যে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সদ্য অবসর নিয়েছে, কারণ সে এই ফরম্যাটটা ভালো বুঝবে।

তার মতে, যদি তাকে টি-টোয়েন্টি দলের কোচের পদ থেকে সরানো না হয়, তাহলে এমন কাউকে তার সহকারী করা হোক যে সম্প্রতি অবসর নিয়েছে। আশিস নেহেরার মতো কাউকে আনাই যায়। ওর দারুণ ক্রিকেটীয় বুদ্ধি রয়েছে। গুজরাট টাইটান্সের হয়ে আশিস নেহরা দারুণ সাফল্য পেয়েছে।

বিডি প্রতিদিন/এমআই
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর