১২ নভেম্বর, ২০২২ ০৯:১১

যার বিতর্কিত সিদ্ধান্তে ওডিআই চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ফের ফাইনালে সেই আম্পায়ার!

অনলাইন ডেস্ক

যার বিতর্কিত সিদ্ধান্তে ওডিআই চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ফের ফাইনালে সেই আম্পায়ার!

কুমার ধর্মসেনা ও তার সেই বিতর্কিত সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত

আগামীকাল রবিবার চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে এবার মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

এবার ফাইনালে কারা ম্যাচ পরিচালনা করবেন এরই মধ্যে তা জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এলিট প্যানেলের অত্যন্ত অভিজ্ঞ আম্পায়ারদের কাঁধেই গুরুদায়িত্ব তুলে দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

পাকিস্তান বনাম ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার মরিস এরাসমাস ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। 

টেলিভিশন আম্পায়ারের ভূমিকায় থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। রিজার্ভ (চতুর্থ) আম্পায়ার হিসেবে আইসিসি নির্বাচিত করেছে অস্ট্রেলিয়ার পল রেইফেলকে।

বিশ্বকাপ ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে দেখা যাবে শ্রীলঙ্কার রঞ্জন মদুগালেকে। এবার ট্রফি জয়ের লড়াইয়ে ম্যাচ অফিসিয়ালদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার দু’জন পরিচালক।

এরাসমাস নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের প্রথম সেমিফাইনাল ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন। অন্যদিকে ধর্মসেনা ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় সেনিফাইনালে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন। গ্যাফানি এবং রেইফেলও দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ‘ভুল’ সিদ্ধান্তে ওভার-থ্রোয়ে ৫ রানের বদলে ৬ রান উপহার দিয়েছিলেন ধর্মসেনা। তার সেই সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে বিস্তর বিতর্ক দেখা দেয়। ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পিছনে সেই বাড়তি ১ রানের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। এবার ফের বিশ্বকাপের ফাইনাল খেলবে ইংল্যান্ড এবং ফের আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে সেই ধর্মসেনাকে। সূত্র: আইসিসি,  ইএসপিএন ক্রিকইনফো, স্পোর্টস্টার

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর