শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের নিউজ ফিডে আবারও পরিবর্তন আনতে যাচ্ছে। এবার ব্যবহারকারীর নিউজ ফিডে কি ধরনের পোস্ট দেখা যাবে তা সংস্কার করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
শুক্রবার এক ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, এখন নিউজ ফিডের ক্ষেত্রে ব্যবহারীর দৈনন্দিন মিথষ্ক্রিয়া (এন্টারঅ্যাকশন) ও ঘনিষ্ঠ বন্ধুদের গুরুত্ব দেওয়া হবে।ব্যবহারকারী যে ধরনের পোস্ট পছন্দ করে বা প্রাসঙ্গিক মনে করে ফেসবুক এখন থেকে সেই পোস্টগুলোই তার নিউজ ফিডে বেশি বেশি দেখাবে।
তবে এর মানে এই নয় যে, এর দ্বারা বিশেষ কোনও শ্রেণির ব্যক্তিদের নিউজ ফিড সীমিত করা হবে এবং আপনাকে শুধু আপনার বন্ধুদের পোস্টই বেশি দেখাবে।
বরং আপনি যাদের সঙ্গে বেশি মিথষ্ক্রিয়া করবেন, তাদের পোস্টই আপনাকে বেশি দেখানো হবে। এক্ষেত্রে কমেন্ট, লাইকসহ বিভিন্ন এন্টারঅ্যাকশন বিবেচনায় নেওয়া হবে।
সূত্র: মেইল অনলাইন
বিডি প্রতিদিন/কালাম