২৯ অক্টোবর, ২০২১ ১১:০৬

এবার ফেসবুকের ১৭৮ মিলিয়ন ডেটা চুরির বিরুদ্ধে আইনি ব্যবস্থা

অনলাইন ডেস্ক

এবার ফেসবুকের ১৭৮ মিলিয়ন ডেটা চুরির বিরুদ্ধে আইনি ব্যবস্থা

সোশ্যাল নেটওয়ার্ক ইউক্রেনের নাগরিক আলেকজান্ডার সোলোনচেঙ্কোর বিরুদ্ধে কালোবাজারির মামলা হয়েছে। ১৭৮ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর ডেটা ব্ল্যাক মার্কেটে বিক্রির অভিযোগে এই আইনি ব্যবস্থা নিয়েছে ফেসবুক। 

দা রেকর্ড অনুসারে জানা গেছে, সোলোনচেঙ্কো একটি স্বয়ংক্রিয় টুল ব্যবহার করে ডেটাসমূহ একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে নকল করেছেন। অনুমান করা হচ্ছে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত ডেটা সংগ্রহ করে তিনি ২০২০ সালের ডিসেম্বরের দিকে কালোবাজারে তা বিক্রি করেন।

প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুক তার নিরাপত্তা বাড়িয়ে ইউরোপে ১০ হাজারেরও বেশি কর্মকর্তা নিয়োগ দিয়েছে। 

সূত্র: ইনগেজেট

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর