মহাকাশযাত্রার মাধ্যমে ইতিহাস গড়ল বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী টেলিস্কোপ 'জেমস ওয়েব'। শনিবার নতুন এক ইতিহাসের সাক্ষী হলো দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানার কোউরু মহাকাশ কেন্দ্র। এদিন কেন্দ্রটি থেকে মহাকাশে যাত্রা করল এ যাবৎকালের সবচেয়ে বড় মহাকাশ বিষয়ক দূরবীক্ষণ যন্ত্র জেমস ওয়েব। বিজ্ঞানীরা বলছেন, মহাকাশ গবেষণায় নতুন মাইল ফলক হবে এই 'জেমস ওয়েব'। খবর বিবিসি'র।
এর নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো চন্দ্রাভিযানের অন্যতম স্থপতির নামে। মহাশূন্যে বর্তমানে হাবল নামে যে দূরবীক্ষণ যন্ত্রটি আছে তার উত্তরসূরী হবে জেমস ওয়েব। এটি দিয়ে মহাশূন্যের এমন জায়গা পর্যন্ত দেখতে পাওয়া যাবে যা আগে কখনও সম্ভব হয়নি।
এই যন্ত্রটিতে রয়েছে সাড়ে ছয় মিটার প্রশস্ত সোনালী আয়না। হাবলের চেয়ে প্রায় তিনগুণ বড় এবং একশগুণ বেশি শক্তিশালী জেমস ওয়েব। যা তৈরিতে খরচ হয়েছে এক হাজার কোটি ডলার। এ দূরবীক্ষণযন্ত্রটি তৈরিতে নেতৃত্ব দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এছাড়াও কাজ করেছে ইউরোপ ও কানাডার মহাকাশ গবেষণা সংস্থার প্রকৌশলীরা।বিডি প্রতিদিন/হিমেল