৪ জানুয়ারি, ২০২২ ১৪:৫০

অ্যাপলের বাজার মূল্য ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে

অনলাইন ডেস্ক

অ্যাপলের বাজার মূল্য ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ইনকরপোরেশনের বাজার মূল্য ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে বিশ্বের সব ব্যবসা প্রতিষ্ঠানকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছে অ্যাপল।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

খবরে বলা হয়েছে, মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের প্রতি শেয়ারের মূল্য প্রায় ৩ শতাংশ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ১৮২ দশমিক ৮৮ ডলারের পৌঁছেছে। যদিও প্রতিষ্ঠানটির বাজার মূল্য ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে প্রতি শেয়ারের মূল্য ১৮২ দশমিক ৮৫ ডলার হলেই চলতো। তবে স্টক পরবর্তীতে সর্বোচ্চ স্তর থেকে নেমে আসে।

২০১৮ সালের আগস্টে অ্যাপলের বাজার মূল্য প্রথম ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে। এর ২ বছর পরই ২০২০ সালে প্রতিষ্ঠানটির বাজার মূল্য ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। গত বছরে অ্যাপলের শেয়ার প্রায় ৩৫ শতাংশ বেড়েছে।

নতুন আইফোন ১৩ ও অন্যান্য পুরনো মডেলের পাশাপাশি অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি+, আইক্লাউড এবং এর জনপ্রিয় অ্যাপ স্টোরের মতো সাবস্ক্রিপশন পরিসেবার চাহিদা বেড়ে যাওয়ায় বেশ লাভ হয়েছে অ্যাপলের।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর