৩ ফেব্রুয়ারি, ২০২২ ০২:২০

চ্যাটের স্ক্রিনশট নিতে নিষেধ করলেন জাকারবার্গ

অনলাইন ডেস্ক

চ্যাটের স্ক্রিনশট নিতে নিষেধ করলেন জাকারবার্গ

চ্যাটের স্ক্রিনশট নিলে যে বিপদের কথা জানালেন জাকারবার্গ

ফেসবুক মেসেঞ্জারে অনেকেই নিজেদের বিভিন্ন চ্যাটের স্ক্রিনশট নিয়ে অন্যদের কাছে ফাঁস করে দেন। কিন্তু এখন থেকে আপনি কারও চ্যাটের স্ক্রিনশট নিলে পড়বেন বিপদে। কারণ, যার স্ক্রিনশট নেবেন, সেই ব্যক্তির কাছে সঙ্গে সঙ্গেই একটি নোটিফিকেশন চলে যাবে। সেখানে ফেসবুক জানিয়ে দেবে যে, আপনি তার চ্যাটের স্ক্রিনশট করেছেন। 

তাই এ বিষয়ে সাবধান করে দিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও এর প্যারেন্ট কোম্পানি মেটার সিইও জাকারবার্গ। এক পোস্টের মাধ্যমে ওই সতর্কবার্তা দিয়ে তিনি জানিয়েছেন, মেসেঞ্জারে এক নতুন আপডেট এসেছে। অপরপক্ষ থেকে যদি কোনো ব্যবহারকারীর চ্যাটের স্ক্রিনশট নেওয়া হয়, তাহলে ওই ব্যবহারকারীকে বিষয়টি জানানো হবে। 

‌জাকারবার্গ লেখেন, ‘ ‌মেসেঞ্জারের অ্যান্ড-টু- অ্যান্ড চ্যাটের জন্য নতুন আপডেট আসছে। তাই কেউ যদি ডিস্যাপেয়ারিং মেসেজের স্ক্রিনশট নেয়, তাহলে আপনি একটি নোটিফিকেশন পাবেন।’ তিনি এ সময়ে তার স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে একটি আলাপচারিতার স্ক্রিনশটও যুক্ত করেন। 

জাকারবার্গের তরফ থেকে এই ঘোষণা এলো ফেসবুক মেসেঞ্জারের একটি নতুন আপডেট আসার পর। নতুন আপডেট অনুযায়ী ব্যবহারকারীরা তাদের মেসেজগুলো কিছুক্ষণ পর যেন অদৃশ্য হয়ে যায়, তা নির্ধারণ করে দিতে পারবে। 

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর