১১ মার্চ, ২০২২ ১৪:২৫

রাশিয়ায় আরও সেবা সুবিধা বন্ধ করছে গুগল

অনলাইন ডেস্ক

রাশিয়ায় আরও সেবা সুবিধা বন্ধ করছে গুগল

রাশিয়ায় ইউটিউব এবং গুগল প্লে-স্টোর তাদের সাবক্রিপশনসহ সমস্ত পেমেন্ট বা অর্থপ্রদান-ভিত্তিক পরিষেবাগুলো বন্ধ করে দিয়েছে। সম্প্রতি গুগল এবং ইউটিউব রাশিয়ায় অনলাইন বিজ্ঞাপন বিক্রি বন্ধের পর নতুন পদক্ষেপ সামনে এলো। খবর রয়টার্সের

মূলত ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর টুইটার এবং স্ন্যাপ এর পদাঙ্ক অনুসরণ করে বিজ্ঞাপন বিক্রি বন্ধ করে গুগল এবং ইউটিউব। 

গতকাল বৃহস্পতিবার ইউটিউব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ায় ইউটিউবের ক্ষেত্রে সব ধরনের মনিটাইজেশন ফিচার স্থগিত করা হচ্ছে। এর মধ্যে ইউটিউব প্রিমিয়াম, চ্যানেল মেম্বারশিপ, সুপার চ্যাট ও মার্চেন্ডাইজের মতো ফিচারগুলো থাকছে। 

অবশ্য গুগল প্লে-স্টোরের বিনামূল্যের অ্যাপগুলো রাশিয়ায় বন্ধ করা হয়নি। যদিও এ নিয়ে রাশিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর