৩ এপ্রিল, ২০২২ ১৬:০৫

আইফোনের বিকল্প হয়ে উঠতে পারে ‘নাথিং ফোন’

অনলাইন ডেস্ক

আইফোনের বিকল্প হয়ে উঠতে পারে ‘নাথিং ফোন’

প্রতিষ্ঠানটির মালিক ওয়ানপ্লাসের সাবেক সহপ্রতিষ্ঠাতা কার্ল পেই

শিগগির বাজারে আসছে ‘নাথিং ফোন’ নামের স্মার্টফোন। হার্ডওয়্যার কোম্পানি ‘নাথিং’ এই স্মার্টফোন আনছে, যা অ্যাপলের আইফোনের বিকল্প হয়ে উঠতে পারবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির মালিক ওয়ানপ্লাসের সাবেক সহপ্রতিষ্ঠাতা কার্ল পেই।

পেই বলেছেন, অ্যাপলের শক্তি হচ্ছে , তারা নিজেরাই চিপসেট তৈরি করে এবং নিজেদের তৈরি সব ওএসইএস পরিচালনা করে। অন্যদিকে নাথিং একটি ‘ভিন্ন এবং উন্মুক্ত ইকোসিস্টেম’ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে ‘পণ্যের একটি বদ্ধ পরিসীমার মধ্যে থাকার বাধ্যবাধকতার পরিবর্তে নিজের পছন্দসই ব্র্যান্ড ব্যবহার করা যাবে। স্যামসাং এবং মাইক্রোসফট এখন পর্যন্ত নাথিংয়ের মতো রিসোর্স জোগাড় করতে পারেনি; কারণ নিজেদের নিয়ন্ত্রণে নেই এমন হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশীদারদের সঙ্গে ডিল করার সমস্যায় রয়েছে। ফোনটির প্রথম উন্মোচন অনুষ্ঠানে কার্ল পেই বলেন, ‘আমরা অ্যাপলের সবচেয়ে কাছাকাছি বিকল্প তৈরি করেছি।

ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকছে। ‘নাথিং ওএস’ অ্যান্ড্রয়েড স্কিন ‘সব ধরনের ব্লোটওয়্যার সরিয়ে দেবে’ এবং অ্যাপগুলো ‘অত্যন্ত দ্রুতগতিতে লোড হওয়ার’ মসৃণ ও অভিন্ন অভিজ্ঞতা পাওয়া যাবে। এ ছাড়া ফোনটি তিন বছরের ওএস আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবে। চলতি মাস থেকে অ্যান্ড্রয়েড ইউজাররা নাথিং লঞ্চার ডাউনলোড করতে পারবেন।

সূত্র: দ্য ভার্জ

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর