১৪ মে, ২০২২ ২০:৪৪

ভ্রমণ ও পরিবেশ সচেতনতায় আশরাফুল

অনলাইন ডেস্ক

ভ্রমণ ও পরিবেশ সচেতনতায় আশরাফুল

আশরাফুল আলম

দেশে দিনকে দিন বাড়ছে পর্যটকের সংখ্যা। ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক এবং পর্যাপ্ত তথ্য। তাই আশরাফুল আলম এক দশক ধরে কখনো পাহাড়, কখনো সমুদ্র ও অচেনা-অজানা জায়গায় ঘুরছেন নিজেকে এবং প্রকৃতিকে কাছ থেকে জানার জন্য। 

সম্প্রতি আশরাফুল আলম ডিজিটাল মাধ্যমে ভ্রমণ ও পরিবেশ সচেতনা বৃদ্ধির লক্ষ্যে তৈরি করেছেন ‘গো উইথ আশরাফুল আলম’ নামের একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে।

যেখানে প্রতিনিয়ত ভ্রমণসহ নানান বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করছেন। শুধুমাত্র ভ্রমণকেন্দ্রিক না থেকে বরং এর সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত বিষয়াবলী নিয়েও কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন আশরাফুল। 

বর্তমানে আশরাফুল মার্কেটিং কমিউনিকেশন পেশায় আছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়ে তিনি পরিবেশ, কৃষি ও যোগাযোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে ভালোবাসেন। প্রকৃতিপ্রেমী এই যুবক এরই মধ্যে পরিচিতি পেয়েছেন বেশ কিছু অসাধারণ কাজের জন্য।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর