শিরোনাম
১৬ জুলাই, ২০২২ ০৩:৫৪

বিজ্ঞাপন থাকবে নেটফ্লিক্সেও, জোটবদ্ধ হচ্ছে মাইক্রোসফটের সঙ্গে

অনলাইন ডেস্ক

বিজ্ঞাপন থাকবে নেটফ্লিক্সেও, জোটবদ্ধ হচ্ছে মাইক্রোসফটের সঙ্গে

দর্শকদের ধরে রাখতে এবং নতুন গ্রাহক আনতে আরও সস্তা সংস্করণ আনছে নেটফ্লিক্স। আর সেই সংস্করণে থাকবে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। এই সংস্করণটি নির্মাণে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। খবর বিবিসি'র।

খবরে বলা হয় গ্রাহকদের একটি সস্তা সাবস্ক্রিপশন প্ল্যান অফার করতে মাইক্রোসফ্টের সাথে যৌথভাবে কাজ করছে নেটফ্লিক্স, যেখানে থাকবে বিজ্ঞাপন।

নেটফ্লিক্সের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গ্রেগ পিটার্স জানিয়েছেন, বিশ্বব্যাপী বিজ্ঞাপন ও বিপণনের কাজে তাদের সঙ্গী হবে মাইক্রোসফ্‌ট। মাইক্রোসফটের সিইও সত্য নাদেললাও টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই জোট নিয়ে।

১৫ বছর আগে ওটিটি প্ল্যাটফর্ম হিসাবে আত্মপ্রকাশের সময়ে নিজেদের মঞ্চে কোনও রকম বিজ্ঞাপন না দেওয়া নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ ছিল নেটফ্লিক্স। এই দেড় দশকে কখনও ফিরে তাকাতে হয়নি তাদের। কিন্তু এ বছরের প্রথম তিন মাসে জোর ধাক্কা খায় এই বিনোদন সংস্থা। প্রায় ২ লাখ গ্রাহক হারায় তারা। এমনকি এপ্রিল থেকে জুনের মধ্যে আরও দুই মিলিয়ন গ্রাহক হারানোর আশঙ্কা করছে তারা।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর