শিরোনাম
২১ জুলাই, ২০২২ ১৩:০৮

১ কোটি ২৫ লাখ পাকিস্তানি ভিডিও ডিলিট করলো টিকটক!

অনলাইন ডেস্ক

১ কোটি ২৫ লাখ পাকিস্তানি ভিডিও ডিলিট করলো টিকটক!

নীতিমালা ভঙ্গ করায় এক কোটি ২৫ লাখ পাকিস্তানি ভিডিও ডিলিট করে দিয়েছে শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটক। এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে টিকটক থেকে ভিডিও ডিলিট করা দেশের তালিকায় এখন দুই নাম্বারে উঠে এসেছে পাকিস্তান। প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। 

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য প্রচার করায় ৪১ হাজারের বেশি ভিডিও ডিলিট করেছে টিকটক। এরমধ্যে ৮৭ শতাংশ ভিডিওতেই ভুয়া তথ্য ছিল। এছাড়া রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়ার অধীনে থাকা ৪৯টি একাউন্টকে চিহ্নিত করে দিয়েছে টিকটক।

উল্লেখ্য, টিকটকের এই সাম্প্রতিক পদক্ষেপকে দেখা হচ্ছে ব্যবহারকারীদের বিশ্বাসযোগ্যতা অর্জনের একটি চেষ্টা হিসেবে। এ জন্য নিজেদের নীতিমালাতেও পরিবর্তন এনেছে তারা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর