শিরোনাম
১৪ আগস্ট, ২০২২ ০৮:৫৪

হোয়াটসঅ্যাপে সব মেসেজের স্ক্রিনশট নেওয়া যাবে না

অনলাইন ডেস্ক

হোয়াটসঅ্যাপে সব মেসেজের স্ক্রিনশট নেওয়া যাবে না

প্রতীকী ছবি

ব্যবহারকারীদের স্বার্থে বরাবরই নতুন নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। কিছুদিন আগে নতুন ফিচারের কথা জানিয়েছিল এই মেসেজিং অ্যাপ। যার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় হলো অনলাইন স্ট্যাটাস লুকিয়ে রাখা। তারপরও একাধিক আপডেট এসেছে।

এবার আরেকটি নতুন ফিচার নিয়ে এলো ফেসবুকের মালিকানাধীন এই সংস্থা। এটির সাহায্যে এবার স্ক্রিনশট নেওয়া থেকে বিরত করা যাবে অন্যদের। তবে সব মেসেজ নয়, কেবল ‘ভিউ ওয়ান্স’ অর্থাৎ একবারই দেখা যায় এমন মেসেজের ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। যদিও কবে থেকে এই সুবিধা মিলবে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি জনপ্রিয় মেসেজিং অ্যাপ কর্তৃপক্ষ।

নিজেদের অফিসিয়াল ব্লগে হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, ‘ভিউ ওয়ান্স’ ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। যেসব ছবি বা বার্তার স্থায়ী ডিজিটাল রেকর্ড রাখতে চান না ইউজাররা সেক্ষেত্রে এই ধরনের মেসেজ করা যায়।

এবার স্ক্রিনশট ব্লক করার ফিচার এনে সেই সুরক্ষায় নতুন মাত্রা যোগ করা হচ্ছে। তবে এই মুহূর্তে যে এই ফিচারটি পরীক্ষা নিরীক্ষার স্তরেই আছে, তাও জানানো হয়েছে। শিগগিরি এই ফিচার সকলের জন্য আসতে চলেছে সেই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ওই ব্লগে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর