শিরোনাম
৮ সেপ্টেম্বর, ২০২২ ০৭:১৯

আইফোন ১৪ ও ১৪ প্লাসের ঘোষণা অ্যাপলের

অনলাইন ডেস্ক

আইফোন ১৪ ও ১৪ প্লাসের ঘোষণা অ্যাপলের

আইফোন ১৪ ও ১৪ প্লাসের ঘোষণা অ্যাপলের

আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাসের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। বুধবার এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা ও এয়ারপডস প্রোরের ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে নতুন আইফোনের। নতুন আইফোনের নকশা অনেকটাই আইফোন ১৩ এর মতোই। এতে সেলফি ক্যামেরা ও ফেস আইডি সেন্সরের নচ রয়েছে। 

আইফোন ১৪ মডেলটিতে ৬.১ ইঞ্চি মাপের স্ক্রিন রয়েছে। ১৪ প্লাস মডেলটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি মাপের স্ক্রিন। প্লাস মডেলটিতে ব্যাটারির চার্জ থাকবে বেশি সময়। দুটি মডেলেই এ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। 

এতে থাকবে আইওএস ১৬ ও ৫জি সমর্থন সুবিধা। নতুন আইফোনের ক্যামেরাতেও থাকছে বিশেষত্ব। অ্যাপল এবার নতুন প্রো ক্যামেরা সিস্টেম যুক্ত করেছে। ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরার সঙ্গে কোয়াড পিক্সেল সেন্সর ও ফটোনিক ইঞ্জিন যুক্ত হচ্ছে। এতে কম আলোতে ভালো ছবি উঠবে।

আইফোন ১৪ এর দাম হবে ৭৯৯ মার্কিন ডলার আর প্রো মডেলটির দাম হবে ৮৯৯ মার্কিন ডলার। 

সূত্র : সিএনবিসি, অ্যাপল ডটকম

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর