১৩ অক্টোবর, ২০২২ ১৯:৪৩

প্রথমবার জনসমক্ষে চীনের ‘উড়ন্ত গাড়ি’

অনলাইন ডেস্ক

প্রথমবার জনসমক্ষে চীনের ‘উড়ন্ত গাড়ি’

চীনের ইলেক্ট্রনিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং ইনকর্পোরেশন সংযুক্ত আরব আমিরাতে  ‘উড়ন্ত গাড়ি’র পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করেছে। শিগগিরই আন্তর্জাতিক বাজারে বৈদ্যুতিক বিমান নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে তাদের।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ‘এক্সটু’ নামে দুই আসনবিশিষ্ট এই উড়ন্ত গাড়ির দুই পাশে সামনে ও পেছনে আটটি পাখা রয়েছে। এগুলো গাড়িটিকে উড়তে ও অবতরণে সাহায্য করে।

সোমবার দুবাইয়ে ৯০ মিনিটের প্রথম ফ্লাইটটি পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হয়। এ সময় এর ভেতরে কোনো মানুষ ছিল না। এক্সপেং ইনকর্পোরেশন পরবর্তী প্রজন্মের উড়ন্ত গাড়ি নির্মাণের জন্য ‘এক্সটু’ কে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে অভিহিত করেছে।

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মিংগুয়ান কিউ বলেন, আমরা ধাপে ধাপে আন্তর্জাতিক বাজারের দিকে অগ্রসর হচ্ছি। বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী শহর হওয়ায় আমরা দুবাইকেই পরীক্ষামূলক উড্ডয়নের জন্য বেছে নিয়েছি।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর