৭ নভেম্বর, ২০২২ ১২:০৮

টুইটার ছেড়ে যে প্লাটফর্মে যুক্ত হচ্ছেন ব্যবহারকারীরা

অনলাইন ডেস্ক


টুইটার ছেড়ে যে প্লাটফর্মে যুক্ত হচ্ছেন ব্যবহারকারীরা

ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে অস্থিরতা। নির্বাহী ছাঁটাই, কর্মী ছাঁটাই; প্রতিদিনই নিত্যনতুন পদক্ষেপ নিচ্ছেন ইলন মাস্ক। এরইমধ্যে ব্যবহারকারীদের মধ্যে টুইটার ছাড়ার হিড়িক পড়েছে। এর মধ্যে অনেকেই ‘মাস্টোডন’ নামের একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন। যুক্তরাজ্য ভিত্তিক এই প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে উঠছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘মাস্টোডন’-এ মোট ব্যবহারকারী ৬ লাখ ৫৫ হাজার। এরমধ্যে গত সপ্তাহেই যুক্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজারের বেশি ব্যবহারকারী। একযোগে অনেক ব্যবহারকারী যোগ হওয়ায় বিপাকে পড়েছে মাস্টোডন।

মাস্টোডন দেখতে অনেকটা টুইটার অ্যাকাউন্টের মতোই। এর সুযোগ-সুবিধার সঙ্গে টুইটার প্রদত্ত সুযোগ-সুবিধার মিল রয়েছে। এর সার্ফেসে ব্যবহারকারীরা যেকোনো পোস্টে লাইক কমেন্ট, অন্যকে অনুসরণ করাসহ পোস্ট ও রিপোস্ট করতে পারবেন।

সূত্র : বিবিসি

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর