১২ নভেম্বর, ২০২২ ১১:০২

বাজারে ৭জিবি+১২৮জিবি’র আইটেল ভিশন ৫ প্লাস

প্রেস বিজ্ঞপ্তি

বাজারে ৭জিবি+১২৮জিবি’র আইটেল ভিশন ৫ প্লাস

বাংলাদেশের বাজারে ভিশন ৫ প্লাস স্মার্টফোন নিয়ে এসেছে জনপ্রিয় স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল। ৬.৬ ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে, ১২৮ গিগাবাইট স্টোরেজ+৪ জিবি (৩জিবি* মেমরি ফিউশন), ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টসহ অত্যাধুনিক ফিচারের নতুন সিরিজের এই ফোনটি পাওয়া যাবে মাত্র ১৩ হাজার ৬৯০ টাকায়।

স্মার্টফোন ভিজ্যুয়ালে ব্রেকথ্রু নিয়ে আসার লক্ষ্যে আইটেল তার ভিশন সিরিজে প্রথমবারের মতো ভিশন ৫ প্লাস ফোনটিতে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ ডিসপ্লে ব্যবহার করেছে। ১২৮জিবি স্টোরেজের সঙ্গে ৭ জিবি র‌্যাম (৪ জিবি+৩ জিবি মেমরি ফিউশন) এর ফোনটিতে টাইগার ৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ব্যাটারির ক্ষেত্রে আইটেল এর আগের সিরিজগুলোর মতো ভিশন ৫ প্লাস স্মার্টফোনটিতেও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ভিশন ৫ প্লাসে ফটো এবং ভিডিও ধারণের জন্য ক্যামেরা হিসেবে ১৬ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার এআই ক্যামেরা এবং ফ্ল্যাশসহ ৫এমপির সেলফি ক্যামেরা রয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর