১২ নভেম্বর, ২০২২ ১৩:৪২

টুইটারে ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ি, ৮ ডলারে ব্লু টিক সেবা স্থগিত

অনলাইন ডেস্ক

টুইটারে ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ি, ৮ ডলারে ব্লু টিক সেবা স্থগিত

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তবে ইলন মাস্ক শুনেননি। অর্থের বিনিময়ে টুইটারে ব্লু টিক সেবা চালু করেছিলেন। নিজের সিদ্ধান্তের কারণে নিজেকেই ভুক্তভোগী হতে হয়েছে তাকে। মাস্কের অন্য আরেকটি কোম্পানি টেসলার নামেও ভুয়া অ্যাকাউন্ট চালু হয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে ৯/১১ এর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে লেখালেখি হয়েছে।

শুধু টেসলার নামেই ভুয়া অ্যাকাউন্ট নয়, বিশ্বের বড় বড় ব্রান্ড, ওষুধ কোম্পানি, সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, সেলিব্রেটিদের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখান থেকে মিথ্যা তথ্যও ছড়ানো হয়েছে। এর ফলে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। টুইটারের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ির কারণে অর্থের বিনিময়ে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত রেখেছে টুইটার। কিছু অ্যাকাউন্টে ‘অফিসিয়াল’ ব্যাজও ফিরিয়ে এনেছে প্ল্যাটফর্মটি।

সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারে টুইটার ক্রয় করেন ইলন মাস্ক। টুইটার কিনে নেওয়ার পরপরই বহুমুখী সংস্কার কার্যক্রম শুরু করেন। তারই অংশ হিসেবে মাসিক আট ডলারে বিনিময়ে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালু করেছিলেন।

সূত্র : বিবিসি

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর