১৩ ডিসেম্বর, ২০২২ ১১:০৬

টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই হবে তিন রঙে

অনলাইন ডেস্ক

টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই হবে তিন রঙে

টুইটার কেনার পর থেকে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। তারই ধারাবাহিকতায় টুইটারে অ্যাকাউন্ট এখন তিন রঙে ভেরিফাই হবে। কোম্পানির অ্যাকাউন্ট ভেরিফাই হবে সোনালি রঙে। সরকারি অ্যাকাউন্ট ভেরিফাই হবে ধূসর রঙে। ব্যক্তিদের (সেলিব্রেটি/সাধারণ মানুষ) অ্যাকাউন্ট ভেরিফাই হবে নীল রঙে।

আগে শুধু নীল রঙে ভেরিফাই হতো টুইটার অ্যাকাউন্ট। তার জন্য কোনো অর্থ ব্যয় করতে হতো না। আবেদনের প্রেক্ষিতে টুইটার কর্তৃপক্ষ ভেরিফাই করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতো।

তবে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর এখন ৭.৯৯ ডলারের বিনিময়ে টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। অ্যাপল ডিভাইসে টুইটার অ্যাপে অ্যাকাউন্ট ভেরিফাই করতে অর্থ কিছুটা বেশি ব্যয় করতে হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর