১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:০৯

গুগলে মেসেজ শিডিউল করবেন কিভাবে?

অনলাইন ডেস্ক

গুগলে মেসেজ শিডিউল করবেন কিভাবে?

এই ফিচারের মাধ্যমে মেসেজ টাইপ করে নিজেদের প্রয়োজন অনুযায়ী টাইম সেট করা সম্ভব। এর ফলে যাকে মেসেজ পাঠানো হচ্ছে তার সুবিধানুযায়ী টাইম সেট করে রাখা যাবে। জেনে নিন কীভাবে গুগলে মেসেজ শিডিউল করতে পারবেন-

> এ জন্য প্রথমেই নিজেদের ফোনে গুগল মেসেজ অ্যাপ ওপেন করুন।

> এরপর যাকে মেসেজ পাঠাতে চান তার নম্বরটি বেছে নিন।

> এবার নিজেদের মেসেজ টাইপ করুন।

> এরপর সেন্ড বাটন অনেকটা সময় ধরে লং প্রেস করে রাখুন।

> বাই ডিফল্ট অ্যাপ হিসেবে তিনটি টাইম অপশন পাবেন। নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটি টাইম বেছে নিন।

> এবার সিলেক্ট ডেট অ্যান্ড টাইম অপশন সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দিন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর