১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:৫২

চ্যাটবট বানাচ্ছে চীনের বাইদু-আলীবাবা

অনলাইন ডেস্ক

চ্যাটবট বানাচ্ছে চীনের বাইদু-আলীবাবা

ওপেন এআই চ্যাটবট চ্যাটজিপিটি হইচই ফেলে দিয়েছে বিশ্বে। বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট বিনিয়োগ করছে এই প্রকল্পে। এর আদলে বার্ড নামের চ্যাটবট পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করেছে গুগলের প্যারেন্টস প্রতিষ্টান অ্যালফাবেট।

এবার চ্যাটবট তৈরি করছে চীনের বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান। চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা, সার্চ ইঞ্জিন বাইদুসহ অন্তত পাঁচটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট তৈরির ঘোষণা দিয়েছে।

আলিবাবার এক মুখপাত্র জানিয়েছেন, তারা অভ্যন্তরীণভাবে এআই চ্যাটবটের পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছে। আর বাইদু জানিয়েছে, আগামী মার্চেই ‘এরনি বট’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।

তবে চীনা প্রতিষ্ঠানগুলোর চ্যাটবটের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সূত্র: রয়টার্স


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর