২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০৫

জিবোর্ডে এআই টেক্সট-টু-ইমেজ ফিচার আনছে গুগল

অনলাইন ডেস্ক

জিবোর্ডে এআই টেক্সট-টু-ইমেজ ফিচার আনছে গুগল

প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টেক্সট-টু-ইমেজ ফিচার অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জিবোর্ডে যুক্ত করতে যাচ্ছে গুগল। ফলে ব্যবহারকারীরা টেক্সটের ভিত্তিতে ছবি তৈরি করতে পারবেন। খবর টেকটাইমসের।

গত বছর থেকে এ ফিচারের উন্নয়নে কাজ করছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। তবে এতদিন পর্যন্ত অভ্যন্তরীণ পর্যায়ে শুধু এটি চালু ছিল। বিশ্লেষকদের ধারণা, কিবোর্ড অ্যাপ জিবোর্ডের মাধ্যমে নতুন ফিচারটি সবার জন্য চালু করার কথা ভাবছে সফটওয়্যার জায়ান্টটি। বিং ও চ্যাটজিপিটির নামডাক এখন সব জায়গায়। এগুলোর পাশাপাশি নিজস্ব পণ্যে ও পোর্টফোলিওতে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত আরো ফিচার চালুর কথা ভাবছে গুগল।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত বছর থেকে টেক্সট-টু-ইমেজ এআই নিয়ে কাজ করছে গুগল। এক্ষেত্রে চ্যাটজিপিটি আনতে ওপেনএআই যে ডাল-ই প্রোগ্রাম ব্যবহার করছে সে রকম টুলই ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। গত বছর যখন ফিচারটির অভ্যন্তরীণভাবে পরীক্ষা করা হয় তখন গুগল গর্ব প্রকাশ করে জানিয়েছিল যে, এটি ডাল-ই এর তুলনায় আরো ভালোভাবে কাজ করছে। তখন গুগল জানায়, ইমাজেন নামের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর টুলটি আরো যথার্থভাবে ছবি ফুটিয়ে তুলতে পারে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর