৫ এপ্রিল, ২০২৩ ১৫:৫৩

টিকটক ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করলেই মিলবে পছন্দের ভিডিও

প্রেস বিজ্ঞপ্তি

টিকটক ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করলেই মিলবে পছন্দের ভিডিও

জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী কনটেন্ট রিকমেন্ড করতে একটি নতুন ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা টিকটকের ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করতে পারবে। রিকমেন্ড করা কোনো কনটেন্ট ব্যবহারকারীদের যদি তাদের জন্য অপ্রাসঙ্গিক মনে হয়, ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করে সেক্ষেত্রে নতুন কনটেন্ট দেখতে পারবেন।

কনটেন্ট, ক্রিয়েটর, কমিউনিটি এবং প্রোডাক্ট-এমন প্রতিটি ক্ষেত্রেই প্ল্যাটফর্মটি ভিন্নতা এনেছে এর ‘ফর ইউ’ ফিড ফিচারটির মাধ্যমে। তবে অনেক সময় রিকমেন্ড করা কনটেন্ট বা ভিডিও ব্যবহারকারী ব্যক্তিদের কাছে অপ্রাসঙ্গিক বলে মনে হয়। অথবা কনটেন্টটি পছন্দ অনুযায়ীও হয় না। এই বিষয়টি ভেবেই, এবার টিকটক ব্যবহারকারীদের জন্য ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করার সুবিধাটি এনেছে, যা অ্যাপটিতে সাইন আপ করার সাথে সাথেই দেখা যায়।

এই ফিচারটির কারণে ব্যবহারকারীরা দেখানো কনটেন্টগুলোকে নানাভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। যেমন-হ্যাশট্যাগ বা বাক্য দিয়ে তৈরি করা ভিডিও ফর ইউ’ ফিডে ফিল্টার করা যাবে। ভবিষ্যতে ফিল্টার করা এই ভিডিও নির্মাতার কনটেন্ট বা ব্যবহৃত নির্দিষ্ট শব্দও এড়িয়ে যাওয়া যাবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর