১৫ এপ্রিল, ২০২৩ ১১:৫৩

প্রথম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে টিকটক নিষিদ্ধ করার পথে মনটানা

অনলাইন ডেস্ক

প্রথম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে টিকটক নিষিদ্ধ করার পথে মনটানা

সংগৃহীত ছবি

প্রথম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে ক্ষুদে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ করার পথে এগোচ্ছে মনটানা।

চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ এনে একে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

যদি এই আইনে মনটানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট সই করে তবে এই নিষেধাজ্ঞা আগামী জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে টিকটক মনটানা অঙ্গরাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে।

মনটানা রাজ্য সরকার টিকটকের বিরুদ্ধে চীন সরকারের নজরদারিতে সহায়তা করার মতো নানা অভিযোগ এনেছে। যদিও সেসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীনের এই কোম্পানিটি।

 

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর