২ জুন, ২০২৩ ১৭:৩৮

ভারতে আইফোনের নতুন কারখানা, হবে ৫০ হাজার কর্মসংস্থান

অনলাইন ডেস্ক

ভারতে আইফোনের নতুন কারখানা, হবে ৫০ হাজার কর্মসংস্থান

অ্যাপলের বৃহৎ ফোন সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন আগামী বছরের এপ্রিলের মধ্যে থেকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে আইফোন উৎপাদন শুরু করবে। কর্ণাটক রাজ্য সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 

এই প্রকল্পে ৫০ হাজার কর্মসংস্থান তৈরি হবে। 

তাইওয়ানভিত্তিক ফক্সকন আইফোনের অন্যতম উৎপাদক। 

২০১৭ সাল থেকে ভারতের তামিলনাড়ুতে আইফোনের পুরানতন ভার্সনগুলো তৈরি করে আসছে ফক্সকন। গত মাসে বেঙ্গালুরু শহরের কাছে এ লক্ষ্যে জায়গাও কিনেছে কোম্পানিটি। 

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের নতুন কারখানায় ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফক্সকন। আর গতকাল বৃহস্পতিবার কর্ণাটক রাজ্য প্রশাসন জানিয়েছে, ১.৫৯ বিলিয়ন ডলার ইনভেস্ট করবে ফক্সকন। 

কর্ণাটকের কারখানা থেকে বছরে ২ কোটি আইফোন তৈরি করার টার্গেট নির্ধারণ করেছে ফক্সকন। 

 

সূত্র: বিবিসি

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর