২ জুন, ২০২৩ ১৭:৫৬

স্ত্রিন শেয়ারের করা যাবে হোয়াটসঅ্যাপে

অনলাইন ডেস্ক

স্ত্রিন শেয়ারের করা যাবে হোয়াটসঅ্যাপে

প্রতীকী ছবি

নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এবরা ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করতে পারবেন বন্ধুদের সঙ্গে। এমনকি স্ক্রিন শেয়ারের মধ্যে নিজের নাম, ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন ব্যবহারকারীরা।

ভিডিও কল চলাকালীন নিজেদের স্ক্রিন শেয়ার করা যাবে। গুগল মিট বা জুমের মতোই কল চলাকালীন একবার স্ক্রিন শেয়ার অপশনটি চালু করে দিলেই অন্য প্রান্তে থাকা ব্যবহারকারীদের সঙ্গে সেটি শেয়ার হয়ে যাবে। আবার যখন ইচ্ছা হবে বন্ধও করে দিতে পারবেন।

আপাতত এই ফিচারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। শিগগির ব্যবহারকারীরা ফিচারটি পাবেন। এছাড়া স্ট্যাটাস আর্কাইভ কিংবা অ্যাপের ভাষা ও মেসেজ ড্রাফটের মতো ফিচার নিয়েও কাজ চলছে।

সূত্র: টেক রাডার

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর