৪ জুলাই, ২০২৩ ০৬:৪১

টুইটডেক ব্যবহারে ভ্যারিফাই করতে হবে আইডি

অনলাইন ডেস্ক

টুইটডেক ব্যবহারে ভ্যারিফাই করতে হবে আইডি

টুইটার

টুইটডেক ব্যবহার করতে চাইলে টুইটার আইডি ভ্যারিফাই করতে হবে। সোমবার এক টুইট বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটি এই তথ্য জানিয়েছে। 

টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী ৩০ দিনের মধ্যে এই পরিবর্তন কার্যকর হবে।’  

রয়টার্সের খবরে বলা হয়েছে, টুইটডেকের উন্নত সংস্করণ নিয়ে আসছে কর্তৃপক্ষ। সেখানে পূর্বের তুলনায় অধিক ফিচার থাকবে। তবে এখন পর্যন্ত এটি স্পষ্ট নয়, নতুন এবং পুরাতন উভয় ব্যবহারকারীদের টুইটডেক ভ্যারিফাই করতে হবে কিনা।

এ বিষয়ে মন্তব্য চাইলে টুইটার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে রয়টার্সকে মন্তব্য দেয়নি।

পূর্বে টুইটডেক সম্পূর্ণ ফ্রি ছিল। ব্যবসা এবং সংবাদ প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে এটি ব্যবহার করতো। এটার মাধ্যমে টুইটার পোস্ট সহজে মনিটর করা যায়।

টুইটার কর্তৃপক্ষ রাজস্ব বাড়ানোর যে উদ্যোগ গ্রহণ করেছে, তার অংশ হিসেবেই নতুন এই নিয়ম সামনে আনছে বলে মনে করা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর