২৮ জুলাই, ২০২৩ ২১:৩৭

১১ ফ্রিল্যান্সারকে সম্মাননা দিল ক্রিয়েটিভ জোন আইটি

অনলাইন ডেস্ক

১১ ফ্রিল্যান্সারকে সম্মাননা দিল ক্রিয়েটিভ জোন আইটি

বাংলাদেশ কারিগরি বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান ‌'ক্রিয়েটিভ জোন আইটি' (কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র) এবারও ১১ সফল ফ্রিল্যান্সারকে সম্মাননা স্মারক প্রদান করেছে। 

আজ শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির লক্ষ্মীবাজার মূল অফিসে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

এ সময় প্রতিষ্ঠানে জুলাই-ডিসেম্বর-২০২২ সময়ে সনদ বিতরণ করা হয়। একই দিন আন্তঃস্কুল আইসিটি প্রতিযোগিতা ২০২৩ এর শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এসএসসি-২০২৩ শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত আইসিটি প্রতিযোগিতার অংশ্যগ্রহণকারীদের মধ্যে ১ম পুরস্কার হিসেবে-ল্যাপটপ, ২য় পুরস্কার সিপিইউ, ৩য় পুরস্কার-মনিটর দেওয়া হয়েছে। এ সময় তথ্য প্রযুক্তি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ক্রিয়েটিভ জোন আইটি এর উপদেষ্টা শংকর কুমার সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলম, স্যোশ্যাল ইসলামী ব্যাংক লি. এর সিনিয়র অফিসার মো. রফিকুল ইসলাম, ক্রিয়েটিভ জোন আইটি এর প্রশিক্ষক মাঈশা গাজী।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর