৩০ জুলাই, ২০২৩ ১৬:১৮

আগামী বছর আসছে এম৩ চিপের ম্যাকবুক প্রো ও মিনি

অনলাইন ডেস্ক

আগামী বছর আসছে এম৩ চিপের ম্যাকবুক প্রো ও মিনি

আগামী বছর বাজারে আসতে পারে অ্যাপলের নিজস্ব চিপ এম৩ দিয়ে তৈরি ল্যাপটপ ম্যাকবুক প্রো ও ম্যাক মিনি। বিভিন্ন গণমাধ্যমের খবরে এমন তথ্যই পাওয়া গেছে।

এম২ লাইনআপের সূত্র ধরে শিগগিরই এম৩ চিপ প্রকাশ্যে আসবে। আগামী মাসে এ চিপ যুক্ত ম্যাকবুক এয়ার ও ম্যাক মিনি বাজারজাতের কথা ভাবছে কুপারটিনোর এ প্রযুক্তি জায়ান্ট। 

ব্লুমবার্গের মার্ক গুরম্যান প্রকাশিক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল হয়তো আগামী বছর এম৩ চিপসেটযুক্ত হাই এন্ড ম্যাকবুক প্রো ও ম্যাক মিনি উন্মোচন করতে পারে। নিউজলেটারে তিনি জানান, এটি নিশ্চিত যে এম৩ ভার্সনের ম্যাক মিনি সত্যিই বাজারে প্রবেশ করবে। 

তিনি আরো জানান, ২০২৪ সালের শেষ নাগাদ ডিভাইসগুলো বাজারে আসবে। তাই এগুলো যে এম৩ চিপের প্রথম ডিভাইস হবে তা নয়। আগামী বছরের মাঝামাঝি সময়ে ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো মডেল বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের অক্টোবরে এম৩ চিপের ম্যাক ডিভাইস আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো, একটি ম্যাকবুক এয়ার ও ২৪ ইঞ্চির আইম্যাক রয়েছে। অ্যাপলের নতুন এম৩ প্রসেসরটি ৩ ন্যানোমিটার প্রসেস নোডে তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর